কিশোরগঞ্জের আলোঃ নীলফামারীর কিশোরগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে আলেমাই (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারী) রাত ১০ টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয় । ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাগিলী…

কিশোরগঞ্জের আলোঃ
নীলফামারীর কিশোরগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে আলেমাই (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) রাত ১০ টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয় । ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামে। আলেমাই একই গ্রামের মৃত আন্দারু’র স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়,রবিবার সকাল বেলায় বাড়ির সামনে খড় জ্বালিয়ে আগুন পোহাতে যান আলেমাই। এ সময় অসাবধানতায় তার শরীরে আগুন ধরে যায়।
এতে দগ্ধ হন তিনি। তার অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে আসে। এমতাবস্থায় রবিবার রাত ১০ টায় নিজ বাড়িতে মারা যান তিনি।