নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন : নৈতিকতা ও মূল্যবোধ

নৈতিকতা ও মূল্যবোধ


জেনে রাখা ভালো

  • নীতি শাস্ত্রকে ইংরেজিতে বলা হয়- ‘Ethics’.
  • Morals of morality এর মূল উৎস- ল্যাটিন mas শব্দটি।
  • নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হল অন্যতম পাপী বলেছেন- করমচাঁদ গান্ধী।
  • আইন ও নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন- ম্যাকিয়াভেলি।
  • আইনের প্রয়োগ হয় না- নৈতিকতা লঙ্ঘনে।
  • নৈতিকতার রক্ষাকবচ- বিবেকের দংশন।
  • ভাল মন্দ বিচার করার ক্ষমতাকে বলে- নৈতিকতা।
  • বিবেক, চিন্তা বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে- নৈতিকতার উৎস।
  • মূল্যবোধ দৃঢ় হয়- শিক্ষার মাধ্যমে।
  • মানুষ ও পশুর মধ্যে পার্থক্যকারী ধারণা- ঔচিত্যবোধ।
  • নৈতিকতার উৎস নয়- অপরাধ।
  • নৈতিকতার বিধান – ঐচ্ছিক।
  • ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত ও পছন্দ থেকে উদ্ভূত – নৈতিকতা।
  • কথা-বার্তা, আচার-আচরণে- নীতি অনুসরণ করাকে বলে- নৈতিকতা।
  • নৈতিকতার আরেক নাম- মূল্যবোধ।
  • নৈতিকতা বিকাশের লালনক্ষেত্র- সমাজ।
  • কাঠামোবদ্ধ রূপ অনুপস্থিত- নৈতিকতায়।
  • নৈতিকতা– অভ্যাস ও চর্চার ব্যাপার।
  • নৈতিকতার ধারণা- সর্বজনীন।
  • দেশ প্রেমের সূতীকাগার বলা হয়- আত্মসংযমকে।
  • সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান- নৈতিকতা।
  • নৈতিকতা একটি মানসিক বিষয়।
  • ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার- নৈতিকতা।
  • নৈতিকতাহীনতা- দণ্ডনীয় অপরাধ নয় ।
  • নৈতিকতা হল- অনির্দিষ্ট ও অস্পষ্ট।
  • মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণ করে- নৈতিকতা।
  • নৈতিকতার পরিধি আইনের চেয়ে বড়।
  • আইন ও নৈতিকতার লক্ষ্য ও আলোচ্য বিষয়- একই।
  • নৈতিকতা ভিন্ন হতে পারে দেশ-কাল-পাত্র ভেদে ।
  • বুদ্ধিমান ও ভদ্র মানুষ তৈরিতে সহায়তা করে- নীতি ও ঔচিত্যবোধ।
  • নৈতিকতা পরিচালিত হয়- সামাজিক বিবেকের দ্বারা।
  • নৈতিকতা প্রয়োগ করে না- রাষ্ট্র।
  • নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত ও আচরণগত উৎকর্ষতা – শুদ্ধাচার।
  • নৈতিকতার মানকে আদর্শ করে উপর্যুক্ত শিক্ষা।
  • Truth is beauty and beauty is truth- বলেছেন জন কিটস।

*** নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন : নৈতিকতা (Morality)

বিগত বিসিএস প্রশ্নাবলি পর্যালোচনা :

১. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি?
উত্তর– সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন।

২. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
উত্তর– ঐচ্ছিক ক্রিয়া।

৩. আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি’। এটি–
উত্তর– নৈতিক শাসন।

৪. Morality শব্দের প্রতিশব্দ–
উত্তর– নৈতিকতা

৫. কোনটি নাগরিকদের বুদ্ধি বিকাশে সাহায্য করে?
উত্তর– শিক্ষা।

৬. নৈতিক অধিকার ভঙ্গকারীকে কী ভোগ করতে হয়?
উত্তর– সামাজিক সমালোচনা


আরো দেখুন

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন : নৈতিকতা (Morality)
Composition : Village Life Better Than Urban Life
Composition : My Daily Life
অনুচ্ছেদ : পদ্মা সেতু
জব সাজেশন : ৪৫তম বিসিএস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top