পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান
পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক এবং রেল সেতু। মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা এর মাধ্যমে যুক্ত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটেছে। এ বছর (২০২২) ২৫ জুন পদ্মা সেতুর উদ্ভোদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট দিয়ে নির্মিত ব্রিজটির ওপরের স্তরে থাকবে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্পান ইতিমধ্যে বসানো সম্পন্ন হয়েছে, ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু। পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
নিম্নে পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান আলোচনা করা হলো। এখানে পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর রয়েছে। তাহলে এবার পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর জেনে নিন –
১। পদ্মা সেতুর অফিসিয়াল নাম কী?
= পদ্মা বহুমুখী সেতু (The Padma Multipurpose Bridge)
নোটঃ পদ্মা সেতু দক্ষিণ এশিয়ার কোন নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু।
২। পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
= পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
৩। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
= পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
৪। পদ্মা সেতু কত কিলোমিটার?
= পদ্মা সেতু ৬.১৫ কিলোমিটার।
নোটঃ পদ্মা সেতু ৬,১৫০ মি বা ২০,১৮০ ফুট।
৫। পদ্মা সেতুর পিলার কয়টি?
= পদ্মা সেতুর পিলার ৪২ টি।
নোটঃ পদ্মা সেতুর পিলার নদীতে ৪০ টি আছে।
৬। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কয়টি ?
= পদ্মা সেতুর স্প্যান সংখ্যা ৪১ টি।
৭। পদ্মা সেতু প্রকল্পে দুই পাড়ে নদী শাসন হয়েছে?
= দুই পাড়ে ১২ কি.মি.।
৮। পদ্মা সেতু প্রকল্পে দুই পাড়ে কত কিলোমিটার নদী শাসন ব্যয় হয়েছে?
= ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
৯। পদ্মা সেতু প্রকল্পে দুই পাড়ে কত কিলোমিটার নদী শাসনে চুক্তি হয়েছে?
= চীনের সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে।
১০। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত ফুট?
= দৈর্ঘ্য ২০,২০০ ফুট ও প্রস্থ ৫৯.৪ ফুট।
১১। পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কি.মি.?
= সংযোগ সড়ক দুই প্রান্তে ১৪ কি.মি.।
১২। পদ্মা সেতু কোন কোন জেলায় অবস্থিত?
= মুন্সীগঞ্জ, শরীয়তপুর এবং মাদারীপুর।
নোটঃ পদ্মা সেতু পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলাকে যুক্ত হয়েছে।
১৩। একটি পিলার থেকে অন্য একটি পিলারের দূরত্ব কত অথবা প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত মিটার?
= ১৫০ মিটার।
১৪। পদ্মা সেতুর প্রস্থ কত?
= পদ্মা সেতুর প্রস্থ ৭২ ফুট।
১৫। পদ্মা সেতুর কাজ কবে শুরু হয়?
= ৭ ডিসেম্বর ২০১৪ সালে পদ্মা সেতুর কাজ শুরু হয়।
১৬। পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান কে?
= চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
১৬। পদ্মা সেতু প্রকল্পের বাজেট কত ধরা হয়েছে?
= ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
নোটঃ পদ্মা সেতু তৈরিতে মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এর মধ্যে ৩০০ কোটি টাকা অনুদান এবং ২৯ হাজার ৮৯৩ কোটি ৩৮ লাখ টাকা ঋণ।
১৭। পদ্মা সেতু নির্মাণে কোন দেশ অর্থায়ন করেছে?
= বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করা হচ্ছে।
১৮। পদ্মা সেতু ঢাকার সাথে কতটি জেলাকে সংযুক্ত করবে ?
= ৩ টি জেলাকে অন্তর্ভুক্ত করবে।
নোটঃ মুন্সীগঞ্জ, শরীয়তপুর এবং মাদারীপুর।
১৯। পদ্মা সেতুর মূল সেতুতে মোট ব্যয় কত হয়েছে?
= মূল সেতুতে ব্যয় ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান
২০। পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কত?
= ২০২২ সালের ২৫ জুন।
২১। পদ্মা সেতুর উচ্চতা কত?
= পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট।
২২। পদ্মা সেতুর প্রথম স্প্যান কবে বসানো হয়?
= ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর।
নোটঃ ৪৩ ও ৪৪ এ বিস্তারিত দেখুন।
২৩। পদ্মা সেতুতে রেললাইন বা রেলপথ স্থাপন করা হয়েছে কোথায়?
= পদ্মা সেতুতে রেললাইন নিচ তলায়।
নোটঃ দুই তলা ব্রীজের ওপর দিয়ে যাবে গাড়ী, আর সেতুর নীচের লেভেলে থাকবে ট্রেন লাইন।
২৪। পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার ?
= ৩.১৮ কিলোমিটার।
২৫। পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
= পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি
২৬। পদ্মা সেতুতে সড়কের জন্য কতটি ভায়াডাক্ট আছে?
উত্তরঃ সড়কের জন্য চারটি, প্রতি পাশে দুইটি করে।
জেনে রাখুনঃ ভায়াডাক্ট হচ্ছে এক ধরনের বিশেষ সেতু, যেখানে ধারাবাহিকভাবে পাশাপাশি দুই পিলারের ওপর ধনুক আকৃতির কাঠামা তৈরি করে তার উপর সড়ক বা রেলপথ স্থাপন করা হয়।
নোটঃ পদ্মা সেতুতে রেলপথের জন্য প্রতি পাশে ১ টি করে ২ টি ভায়াডাক্ট আছে।
২৭। পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
= পদ্মা সেতু প্রকল্পে জনবল প্রায় ৪ হাজার।
২৮। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
= পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।
২৯। পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
= পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
৩০। প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
= প্রতি পিলারের জন্য পাইলিং ৬টি।
৩১। পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
= ২৬৪টি।
৩২। পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
= চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
খেয়াল করুনঃ পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ।
৩৩। প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
= ৭২ ফুটের চার লেনের সড়ক।
পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান
পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান
৩৪। পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
= নিচ তলায়।
৩৫। প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
= দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৩৬। পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
= দুই পাড়ে ১২ কিলোমিটর।
৩৭। পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
= ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
৩৮। পদ্মা সেতুতে কী কী থাকবে?
= গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
৩৯। পদ্মা সেতুর ধরন কেমন?
= ২ স্তর বিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত।
৪০। কত তারিখে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়?
= ৭ ডিসেম্বর ২০১৪ ইং।
৪১। বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম কী?
= পদ্মা সেতু।
৪২। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতুর নাম কী?
= হার্ডিস ব্রিজ।
৪৩। কত তারিখে এবং কত নং পিলারে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়?
= ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর, শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নং পিলারের উপর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়।
নোটঃ এদিন পদ্মা সেতু প্রথম দৃশ্যমান হয়।
৪৩। কত তারিখে এবং কত নং পিলারে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়?
= ২০২০ সালের ১০ ডিসেম্বর, ১২ ও ১৩ নং পিলারের উপর পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়।
নোটঃ এদিন পদ্মা সেতুর সম্পূর্ণ কাঠামো প্রথম দৃশ্যমান হয়।
৪৪। পদ্মা সেতু রক্ষণাবেক্ষেণের দায়িত্ব কার?
= বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (The Bangladesh Bridge Authority)।
৪৫। পদ্মা সেতুর জন্য প্রয়োজনীয় এবং অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ কত?
= প্রায় ৯১৮ হেক্টর।
৪৬। পদ্মা সেতু নিচ দিয়ে নৌ-যান চলাচলের জন্য কতটুকু ফাঁকা রাখা হয়েছে?
= ১৮ মিটার (৬০ ফুট)।
৪৭। পদ্মা সেতুতে সড়ক পথ কত লেনের?
= ৪ লেনের।
৪৮। পদ্মা সেতুর সড়ক পথের নিচ দিয়ে কী আছে?
= রেলপথ।
নোটঃ পদ্মা সেতুর রেলপথ দিয়ে মিটারগেজ ও ব্রডগেজে উভয়ের ট্রেনের যে কোন ১ টি ট্রেন একই সময়ে চলতে পারবে।
৪৯। পদ্মা সেতুতে মোট কতটি পাইল আছে?
= ২৮৬ টি ।
নোটঃ পাইলের মধ্যে ২৬২ টি স্টিল ও ২৪ টি কংক্রিটের। প্রতিটি পাইলের পরিধি ৩ মিটার। এগুলো ১১৪-১২০ মিটার মাটির নিচে আছে।
৫০। বিশ্ব ব্যাংকের সাথে পদ্মা সেতুর ঋণের চুক্তি কবে হয় এবং কবে তা বাতিল হয়?
= ২০১১ সালের ২৮ এপ্রিল ঋণের চুক্তি হয় এবং ৩০ জুন ২০১২ সালে চুক্তি বাতিল হয়।
নোটঃ বিশ্ব ব্যাংকের সাথে পদ্মা সেতুর ঋণের চুক্তি হয় ১২০ কোটি ডলারের।
পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান
৫১। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক কে?
= মোঃ শফিকুল ইসল।
৫২। পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজে কোন ক্রেন ব্যবহার করা হয়েছে?
= তিয়ান-ই।
৫৩। পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত?
= রিখটার স্কেলে মাত্রা ৯।
৫৪। পদ্মা সেতুতে রেল ছাড়া আর কি কি সুবিধা রয়েছে?
= গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
৫৫। পদ্মা সেতু ঢাকার সাথে কতটি জেলার সংযোগ স্থাপন করবে?
= দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার (প্রথম আলো পত্রিকার মতে ২৯ টি জেলা)।
৫৬। বিশ্বের বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতুর অবস্থান কততম?
= ২৫ তম।
নোটঃ এশিয়ার বৃহত্তম সড়ক সেতু চীনের হংজুং বে সেতু (৩৫ কি.মি.) এবং এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু পদ্মা সেতু।
৫৭। পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন কত?
= ৩,১৪০ টন।
৫৮। কাউই (COWI) কী?
= ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান (পদ্মা সেতুর পাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকে)।
৫৯। পদ্মা সেতু প্রকল্পটি তত্ত্বাবধানের কাজ করছে কারা ?
= বাংলাদেশ সেনাবাহিনী ও বুয়েট এবং কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন(কেইসি-KEC)।
৬০। পদ্মা সেতুর অবস্থান কয়টি জেলা নিয়ে?
= ৩ টি জেলার ওপর। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর(শিবচর)।
৬১। পদ্মা সেতুর নির্মাণ কাজ কয়ভাগে বিভক্ত ছিল?
= ৫টি ভাগে বিভক্ত।
জেনে রাখুনঃ এগুলো হচ্ছে- মূল সেতু, নদী শাসন, দু’টি লিংক রোড এবং অবকাঠামো (সার্ভিস এলাকা) নির্মাণ।
৬২। পদ্মা সেতুতে যানবাহন ভেদে টোলের পরিমান কেমন?
= ১০০ থেকে সাড়ে ৫ হাজার টাকা।
নোটঃ প্রস্তাবিত টোলহার সেতু চালুর ১৫ বছরের জন্য প্রযোজ্য হবে। এবং প্রতি ১৫ বছর পরপর টোলের হার ১০ শতাংশ করে বাড়ানোর কথা বলা হয়েছে।
৬৩। পদ্মা সেতু হলে দেশের আর্থিক প্রবৃদ্ধি কত শতাংশ বাড়বে?
= ১.২ শতাংশ বাড়বে।
নোটঃ প্রতিবছর ০.৮৪ শতাংশ হারে দারিদ্র্য বিমোচন হবে।
৬৪। পদ্মা সেতুর প্যানেলের সভাপতির কে ছিলেন?
= অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
৬৫। পদ্মা সেতুর স্প্যান বিশেষজ্ঞ দল সদস্য সংখ্যা কতজন ছিল?
= ১১ জন।
৬৬। পদ্মা সেতুর নকশা করে কোন প্রতিষ্ঠান?
= এইসিওএমের নেতৃত্বাধীন জাতীয় ও আন্তর্জাতিক পরামর্শক দল।
নোটঃ এইসিওএম হলো একটি মার্কিন বহুজাতিক ইঞ্জিনিয়ারিং ফার্ম।
৬৭। পদ্মা সেতুর মূল কাঠামোর রং কেমন?
= ধূসর বর্ণের।
৬৮। পদ্মা সেতু দেখতে কিসের মতন?
= ইংরেজি বর্ণ এস (S) এর মতন।
আপনারা যারা পদ্মা সেতু সম্পর্কে জানতে চান তাদের জন্য আমরা এই আর্টিকেলটি নিয়ে এসেছি। যাতে করে আপনারা এই বিশাল প্রকল্প এর সকল খুঁটিনাটি বিষয় জানতে পারেন।