তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় দুই রিয়াজের হাতে জাপা। মৌলভীবাজারের বড়লেখায় কয়েক বছর পরে জাতীয় পার্টির (এরশাদ) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী সংসদ নির্বাচনে জাপা ৩০০ আসনে অংশগ্রহণ করার লক্ষে…
বড়লেখায় দুই রিয়াজের হাতে জাপা
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
বড়লেখায় দুই রিয়াজের হাতে জাপা।
মৌলভীবাজারের বড়লেখায় কয়েক বছর পরে জাতীয় পার্টির (এরশাদ) দ্বি-বার্ষিক
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী সংসদ নির্বাচনে জাপা ৩০০ আসনে অংশগ্রহণ করার লক্ষে বড়লেখা উপজেলায় অনাড়ম্বর
অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সাবেক উপজেলা আহবায়ক আহমেদ রিয়াজ ও সদ্য বিলুপ্ত আহবায়ক
কমিটির সদস্য সচিব বাবলুর হোসেন রিয়াজের হাতে জাতীয় পার্টি (জাপা) বড়লেখা উপজেলা শাখার দায়িত্ব তুলে
দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দুই রিয়াজের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টি আগের চেয়ে আরো বেশি শক্তিশালী ও
গতিশীল হবে। এদিকে সবকটি উপজেলায় ধারাবাহিকভাবে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে বলে যানা গেছে।
জাতীয় পার্টির সম্মেলনকে কেন্দ্র করে বড়লেখা উপজেলায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।
পুরো শহর দলীয় ব্যানার ও পোস্টারে সজ্জিত করা হয়। শুক্রবার (২২ অক্টোবর)
সকাল থেকে উপজেলার পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পাশ্ববর্তী
উপজেলা থেকে নেতাকর্মীরা সম্মেলন অনুষ্ঠানে আসতে শুরু করেন। এর পুর্বে
সম্মেলন সফল করতে অনুষ্ঠানের প্রস্তুতি কমিটি ও উপজেলা জাপা’র নেতৃবৃন্দ
বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময়, সভা সেমিনারসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন।
শুক্রবার (২২ অক্টোবর) বিকেল ৩ ঘটিকায় আব্দুর রহমান কনভেনশন হলে জাতীয়
পার্টির উপজেলা আহবায়ক সুনাম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবলুর হোসেন রিয়াজ এবং জাপা নেতা আসাদ উদ্দিনের
যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটি.ইউ তাজ রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান
এম.এ মুনিম চৌধুরী বাবু, যুগ্ম মহাসচিব মঞ্জুর হোসেন, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, জেলা জাতীয় পার্টির আহবায়ক
এডভোকেট মাহবুবুল আলম শামীম, সদস্য সচিব হাজী কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুবশ্বির
আলী, সদস্য সচিব আশরাফ উদ্দিন, জুড়ী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সুলতান
আহমদ চৌধুরী, বড়লেখা উপজেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক
সোলেমান আহমদ, সদস্য সচিব আসাদ উদ্দিন হাসাদ, মীর মুজিবুর রহমান,
উপজেলা মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক রোকশানা বেগমসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
সম্মেলন শেষে শনিবার (২৩ অক্টোবর) জেলা আহবায়ক এডভোকেট মাহবুবুল
আলম শামীম ও সদস্য সচিব হাজী কামাল হোসেনের স্বাক্ষরিত দলীয় প্যাডে মো.
আহমদ রিয়াজ’কে সভাপতি এবং মো. বাবরুল হোসেন রিয়াজ’কে সাধারণ
সম্পাদক মনোনীত করে জাতীয় পার্টি বড়লেখা উপজেলা শাখার কমিটি ঘোষণা
করা হয় এবং আগামী এক মাসের মধ্যে উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করে জেলা জাতীয় পার্টি।
দলীয় সুত্রে জানা গেছে, আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ৩০০ আসনে
প্রস্তুতি গ্রহণ করছে জাতীয় পার্টি। দলকে আরোও সুসংগঠিত করতে প্রত্যেকটি
উপজেলায় সম্মেলন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে জাতীয় পার্টির বড়লেখা
উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মো. আহমেদ রিয়াজ’কে মৌলভীবাজার-১
(বড়লেখা-জুড়ী) আসনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে তাগিদ দিয়েছে কেন্দ্রীয় হাইকমান্ড।