সাধারণ জ্ঞান : মুজিব বর্ষ – ২০২২

মুজিব বর্ষ – ২০২২


১. ‘মুজিব বৰ্ষ’ কী?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ।
নোট : ১০০তম বছর পূর্তি উপলক্ষে পরবর্তী এক বছর উদযাপিত বৰ্ষই মুজিববর্ষ ।২. মুজিববর্ষ সমাপ্ত হয় কত তারিখে?
= ১৬ ডিসেম্বর ২০২১।৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ কোন সময়কাল?
= ১৭ মার্চ ২০২০-১৬ ডিসেম্বর ২০২১ ।৪. সরকার কর্তৃক কোন বছরকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে?
= ২০২০-২০২১ সালকে।

৫. মুজিববর্ষ ঘোষণা করা হয় কবে?
= ১২ জানুয়ারি, ২০১৯ সালে।

৬. মুজিববর্ষ ঘোষণা করেন কে?
= মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭. মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে থেকে?
= ১০ জানুয়ারি, ২০২০ থেকে।

৮. মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কোথায়?
= তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা

নোট : উদ্বোধন করেন — প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৯. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠ করা কবিতার শিরোনাম কী?
= বাবা; রচয়িতা— শেখ হাসিনা।

১০. মুজিববর্ষের লোগো উন্মোচন করেন কে?
= প্রধানমন্ত্রী শেখ হাসিনা (১০ জানুয়ারি, ২০২০)।

১১. মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে?
= সব্যসাচী হাজরা।

১২. মুজিববর্ষের থিম সং এর গীতিকার/রচয়িতা কে ছিলেন?
= ড. কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী); সুরকার ও সংগীত পরিচালক নকিব খান।

১৩. মুজিববর্ষের থিম সংগীত ‘তুমি বাংলার ধ্রুবতারা এর গীতিকার কে?
= কবি কামাল চৌধুরী।

১৪. মুজিববর্ষের উদ্বোধন করা হয় ১৭ মার্চ, ২০২০ (জাতীয় প্যারেড স্কয়ারে)।

১৫. ২০২০ সালের একুশে গ্রন্থমালা উৎসর্গ করা হয় কাকে?
= মুজিববর্ষকে সামনে রেখে বঙ্গবন্ধু ঘোষণা করা শেখ মুজিবুর রহমানকে।

১৬. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করা হয়?
= হালদা নদীকে।

[table id=21 /]

১৭. মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত ধরনের স্মারক নোট ও মুদ্রা বাজারে ছাড়ে?
= 8 ধরনের। ২০০ টাকা ও ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট, ১০০ টাকা অভিহিত মূল্যের স্মারক স্বর্ণমুদ্রা এবং ১০০ টাকা অভিহিত মূল্যের রৌপ্য মুদ্রা।

১৮. ২০০ টাকার নোট বাজারে আসে কবে?
= ১৮ মার্চ, ২০২০।

১৯. বঙ্গবন্ধুর স্মরণে ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্য কবে এবং কোথায় উদ্বোধন করা হয়?
= ২৮ আগস্ট, ২০২০, মনোহরদী, নংসিংদী।

২০. UNESCO কবে ‘মুজিববর্ষ’ কে মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে?
= ২৫ নভেম্বর, ২০১৯।

২১. UNESCO’র কততম সভায় বাংলাদেশের সাথে একসাথে মুজিববর্ষ’ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়?
= ৪০ তম সভায়।

২২. UNESCO’র ৪০তম সাধারণ অধিবেশন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
= ১২-২৭ নভেম্বর, ২০১৯; প্যারিস, ফ্রান্স ।

২৩. Which organization together with Bangladesh would celebrate the ‘Mujib Borsho’?
= UNESCO।

২৪. মুজিববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্র ডাকবিভাগ (জ্যাকসন হাইটস পোস্ট অফিস) বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাকচিহ্ন প্রকাশ করে কবে?
= ১৭ মার্চ ২০২০।

২৫. ১৭ মার্চ ২০২০ স্মরণীয় করে রাখতে ইংল্যান্ডের ‘সারে শহর’ কোন দিবস পালন করে?
= বঙ্গবন্ধু দিবস।

২৬. বাংলাদেশের সাথে তাল মিলিয়ে মুজিববর্ষ ঘোষণা করে বিশ্বের কোন রাজধানী?
= যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।

২৭. মুজিববর্ষ উপলক্ষে কোন দেশ বঙ্গবন্ধুর ছবি সংবলিত হাতঘড়ি উম্মোচন করে?
= ভারতীয় হাইকমিশন (১৭ নভেম্বর, ২০২০)।

২৮. মুজিববর্ষ উপলক্ষে দেশের বাইরে কোথায় বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয়?
= যুক্তরাষ্ট্রে মিশিগান স্টেটে।

২৯. বঙ্গবন্ধু স্মরণে সর্বশেষ ৪ জুনকে ‘জাতীয় চা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়?
= ২০ জুলাই, ২০২০ সালে।

সাধারণ জ্ঞান : মুজিব বর্ষ - ২০২২

বিঃদ্রঃ মুজিববর্ষ নিয়ে আমাদের বিশেষ লিখা পড়তে ক্লিক করুন— আমাদের মুজিব


আরো দেখুন :

Paragraph : Eve Teasing
Paragraph : Gender Discrimination
Paragraph : Load Shedding
সাধারণ জ্ঞান : মুজিব বর্ষ – ২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top