বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনাসমূহ
রোহিঙ্গা গণহত্যায় কাঠগড়ায় মিয়ানমার
গণহত্যা প্রতিরোধবিষয়ক সনদ লঙ্ঘন এবং রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে ১১ নভেম্বর ২০১৯ জাতিসংঘের মূল বিচার বিভাগীয় সংগঠন International Court of justice (ICJ)-এ মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র মুসলিম দেশ গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে ICJ তে দায়ের করা এ মামলার শুনানি অনুষ্ঠিত হয় ১০-১২ ডিসেম্বর ২০১৯।
কাশ্মীর সংকট
কাশ্মীর সংকট কয়েক দশকের পুরনো। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই কাশ্মীর সমস্যা শুরু হয়। প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তান উভয়ই কাশ্মীরকে দখল করতে চেয়েছিল। কাশ্মীরের একটি অংশের দখল নেয় পাকিস্তান আরেকটি অংশ তথা কাশ্মীর ও জম্মুর দখল নেয় ভারত। পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের যে অংশ যুক্ত রয়েছে, সেটি আজাদ কাশ্মীর হিসেবে পরিচিত। এ দুই কাশ্মীরের মধ্যে সবচেয়ে বেশি সংকট জম্মু-কাশ্মীর ঘিরেই। ০৫ আগস্ট, ২০১৯ ভারতের রাজ্য সভায় অধিবেশনে দেশটির সংবিধানের ৩৭০ ধারা (ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ৭० বছরের বিশেষ মর্যাদা) বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুই ভাগ করা হয় । ৩৭০ ধারার ফলে অনেক ক্ষেত্রেই স্বায়ত্তশাসন ভোগ করতেন জম্মু-কাশ্মীরের মুসলমানরা। নিজস্ব সংবিধান, আলাদা পতাকা ও স্বতন্ত্র আইন বানানোর অধিকার ছিল ওই অঞ্চলের বাসিন্দাদের । ৩১ অক্টোবর, ২০১৯ ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী অনুষ্ঠানিকভাবে জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা রদ করে ১) জম্মু ও কাশ্মীর এবং ২) লাদাখ নামে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয় । বর্তমানে ভারতের রাজ্যসংখ্যা ২৮টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৯টি।
বাবরি মসজিদ ও রামমন্দির বিতর্কের চূড়ান্ত রায়
ভারত হিন্দু-মুসলিম সম্পর্কের কণ্টকিত ইতিহাসে বাবরি মসজিদে হামলা একটি ‘কলঙ্কিত অধ্যায়’ । ৬ ডিসেম্বর ১৯৯২ উগ্রপন্থী হিন্দুরা ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে ৯ নভেম্বর ২০১৯ ভারতের বহুল আলোচিত ‘বাবরি মসজিদ-রাম জন্মভূমি’ মামলার রায় প্রদান করেন ভারতের সুপ্রিম কোর্টের প্রদান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে গড়া পাঁচ সদস্যের বেঞ্চ। একই সাথে এলাহাবাদ হাইকোর্টের রায় বাতিল করা হয় । সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একরের পুরো জমিই শর্তসাপেক্ষে হিন্দু সম্প্রদায়কে এবং মুসলিমদের মসজিদ তৈরির জন্য বিকল্প ৫ একর জমি দেয়ার আদেশ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় সরকারকে তৈরি করতে হবে ট্রাস্ট। সেই ট্রাস্ট এ জমিতে মন্দির নির্মার্ণের জন্য রূপরেখা তৈরি করবে। আর অযোধ্যাতেই মসজিদের জন্য মুসলিম সুন্নি ওয়াক্ফ বোর্ডকে দেয়া হবে ৫ একর বিকল্প জমি । রায় দিতে গিয়ে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ১৯৯২ সালে মসজিদ ভাঙা বে-আইনি কাজ ছিল ।
সুদানে সামরিক অভ্যুত্থান
১১ এপ্রিল, ২০১৯ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। ওমর আল বশির ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় ছিলেন। তিনিই হচ্ছেন দেশটির ইতিহাসে ক্ষমতায় থাকা সবচেয়ে দীর্ঘকালীন প্রেসিডেন্ট। তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ডিসেম্বর থেকে শুরু হওয়া কয়েক মাসের বিক্ষোভের জের ধরে ওমর আল বশিরকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাস
১৯৬০ সালে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এটা মূলত ভাইরাসের বড় একটি গোত্র। বর্তমানে করোনাভাইরাসের যে প্রজাতির সংক্রমণ ঘটেছে তা এর আগে দেখা যায়নি। ভাইরাসটি মানুষ এবং পশু উভয়ের মাধ্যমে ছড়াতে পারে। কোনো রকম স্পর্শ ছাড়াই মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় ভাইরাসটি। সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম (SARS) ভাইরাসের সঙ্গে বর্তমান ভাইরাসটির বৈশিষ্ট্যের ৮০% মিল রয়েছে।
সাম্প্রতিক সময়ে চীনে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ছড়িয়ে পড়া এ ভাইরাসকে করোনাভাইরাস হিসেবে চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এর নাম দেয়া হয় 2019 Novel Corona Virus (2019 – nCoV)। ২২ জানুয়ারি ২০২০ জরুরি বৈঠক করে WHO ভাইরাসটির ব্যাপারে জরুরি সতর্কতা জারি করে ।
রোগের নাম COVID- 19
৭ জানুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চীনের উহানে প্রাপ্ত ( SARS) ও MERS পরিবারের সদস্য করোনাভাইরাসের সপ্তম প্রজাতির নামকরণ করে 2019 Novel Corona Virus ( 2019 nCoV)। এরপর ১১ ফেব্রুয়ারি ২০২০ WHO করোনাভাইরাসের সংক্রমণে ফু’র মতো উপসর্গ নিয়ে যে রোগ হয়, তার নামকরণ করে COVID-19। এ নামের CO দিয়ে Corona, VI দিয়ে Virus ও D দিয়ে Disease (রোগ) বোঝানো হয়। আর ভাইরাস ছড়ানোর সময় হিসেবে ২০১৯ সালকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয় 19 International Committee on Taxonomy of Viruses করোনাভাইরাসের নতুন এ প্রজাতিকে SARS-CoV-2 নামে নথিভুক্ত করে।
COVID-19’র লক্ষণসমূহ: সার্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট মাথাব্যথা, গলাব্যথা ।
যেভাবে ছড়ায়:
- আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে
- আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে
- পশু-পাখি বা গবাদি পশুর মাধ্যমে
BREXIT কার্যকর নতুন যুগে যুক্তরাজ্য
৩১ জানুয়ারি ২০২০ স্থানীয় সময় রাত ১১টায় (ইউরোপের কেন্দ্রীয় সময় ১২টা) ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্যপদ ত্যাগ করে যুক্তরাজ্য । ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ায় BREXIT কার্যকর হয় । BREXIT কার্যকর হওয়ার নতুন যুগে প্রবেশ করে যুক্তরাজ্য EU’র সাথে যুক্তরাজ্যের ৪৭ বছরের সম্পর্কের ইতি ঘটে। ইতিহাসের প্রথম দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে যুক্তরাজ্য। বর্তমানে EU’র সদস্য দেশ ২৭টি ।
ভারতের আলোচিত ইস্যু
CAA (Citizenship Amendment Act)
১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য আবেদনের আগে তাকে কমপক্ষে ১১ বছর ভারতে বসবাস অথবা ফেডারেল সরকারের জন্য কাজ করতে হতো । ৬৪ বছর আগের পুরনো এ আইন সংশোধন করে ১০ ডিসেম্বর ২০১৯ পার্লামেন্টের নিকক্ষ লোকসভায় এবং ১১ ডিসেম্বর ২০১৯ পালার্মেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধন আইন (CAA)। ১২ ডিসেম্বর ২০১৯ আইনটিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মতি দান করেন। ১০ জানুয়ারি ২০২০ এক গেজেট বিজ্ঞপ্তি দিয়ে আইনটি কার্যকরের কথা জানায় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি সরকার। গেজেটে ১০ জানুয়ারি ২০২০ থেকে দেশজুড়ে নতুন নাগরিকত্ব আইন কার্যকরের কথা বলা হয়।
নাগরিকত্ব সংশোধন আইন (CAA) অনুসারে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, শিখ, জৈন, পারসি, বৌদ্ধ ও খ্রিস্টানরা ভারতের নাগরিকত্ব পাবেন। আইন অনুসারে, এ ধর্মাবলম্বীদের মধ্যে যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সেখানে গেছেন, তারা নাগরিকত্ব পাবেন ।
NRC (National Register of Citizens)
১৯৫১ সালে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে প্রথমবারের মতো প্রকাশ করা হয় জাতীয় নাগরিকপঞ্জি (NRC) । এরপর সাত দশকের দীর্ঘ পথপরিক্রমা শেষে ৩১ আগস্ট ২০১৯ ঘোষণা করা হয় আসাম রাজ্যের চূড়ান্ত NRC । এরপর ১৪ সেপ্টেম্বর ২০১৯ প্রকাশিত হয়।
হালনাগাদকৃত জাতীয় নাগরিকপঞ্জি। মোট ৩,৩০,২৭,৬৬১ জন আবেদনকারীর মধ্যে চূড়ান্ত নাগরিক তালিকায় স্থান পান ৩.১১.২১.০০৪ জন। তালিকা থেকে বাদ পড়ে – ১৯,০৬,৬৪৭ জন। বাদ পড়া লোকদের মধ্যে প্রায় ১১ লাখ হিন্দু ধর্মাবলম্বী বাঙালি লাখ মুসলমান রয়েছেন। আর বাকি দুই লাখের মধ্যে আছে বিহারি, নেপালি ও লেপচা ।
NPR (National Population Register)
জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR) হলো ভারতে বসবাসকারীদের সম্পূর্ণ তালিকা। নিয়ম অনুযায়ী, জনগণনা কমিশনের অধীনে দেশে ১০ বছর অন্তর আদমশুমারি বা জনগণনা হয়। ২০২১ সালে ভারতে আবার জনগণনা হবে। যথারীতি তার অগে ২০২০ সালে NPR তৈরি হবে। ১ এপ্রিল-৩০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্য আসাম ছাড়া গোটা দেশের সবকটি রাজ্যে NPR হবে ।
ইরান মার্কিন উত্তেজনা
৩ জানুয়ারি ২০২০ মার্কিন রকেট হামলায় নিহত হন ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, সমর প্রকৌশলবিদ ও কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানি। তার হত্যাকান্ডের মধ্য দিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ চরমে ওঠে। কাতারে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড সদর দপ্তর থেকে পাঠানো যুক্তরাষ্ট্রের নীরব ঘাতক’ খ্যাত ড্রোন MQ-9 রিপার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তার গাড়িবহরকে টার্গেট করে ক্ষেপনাস্ত্র হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নির্দেশ দেন। কাশেম সোলাইমানি ও ইরাকের মিলিশিয়া বাহিনী হাশদ আস সাবি ফোর্সের প্রধান আবু মাহাদী আল মুহানদিস সহ নিরাপত্তার দায়িত্বে থাকা আর ৮ জন নিহত হয় ।
আরব বিশ্বের দীর্ঘস্থায়ী শাসকের জীবনাবসান
১০ জানুয়ারি ২০২০ মারা যান আরব বিশ্বের দীর্ঘমেয়াদী শাসক ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ। টানা পাঁচ দশক ধরে ক্ষমতায় ছিলেন তিনি। সুলতান কাবুস ছিলেন একাধারে ওমানের প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী এবং অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী। তার মৃত্যুতে ১৩ জানুয়ারি ২০২০ বাংলাদেশেও রাষ্ট্রীয় শোক পালন হয়।
অভিশংসন বিচারে নির্দোষ’ ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নানা ঘটন-অঘটনের জন্ম দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কখনও যৌন কেলেঙ্কারি, কখনও নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা, কখনও নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য আবার কখনও নব্য নাৎসিবাদীদের প্রশংসা করা এমন নানা বিষয়ে ২০১৬ সালে ক্ষমতায় বসার পর থেকেই আলোচনায় ট্রাম্প। সর্বশেষ ক্ষমতার অপব্যবহার করে কংগ্রেসের নিকক্ষ প্রতিনিধি পরিষদে ১৮ ডিসেম্বর ২০১৯ অভিশংসিত হন তিনি । যদিও ৫ ফেব্রুয়ারি ২০২০ উচ্চকক্ষ সিনেট তাকে অভিশংসন থেকে অব্যাহতি দেয়।
জাপান সম্রাট ও থাই রাজার সিংহাসনারোহণ
৯ জুন ২০১৭ জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে সম্রাট আকিহিতোর স্বেচ্ছায় সিংহাসন ছাড়ার ঐতিহাসিক আইন পাস হয় ফলে ১৮১৭ সালে সম্রাট কোকাকুর পর প্রথম কোনো সম্রাট হিসেবে তার জীবদ্দশায় সিংহাসন ত্যাগের পট প্রস্তুত হয়। ৩০ এপ্রিল ২০১৯ সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করেন । ১মে ২০১৯ জাপানের ১২৬ তম সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৫৯ বছর বয়সী যুবরাজ নারুহিতো ।
৭০ বছর থাইল্যান্ডের সিংহাসনে আসীন থাকার পর ১৩ অক্টোবর ২০১৯ রাজা ভূমিবল আদুলাদেজের জীবনাবসান হয় । রাজা ভূমিবলের মৃত্যুর পর দেশটির দশম রাজা হিসেবে তার পুত্র মাহা ভাজিরালংকনের নাম ঘোষণা করা হয় । বাবার মৃত্যুর দীর্ঘ শোক পালন শেষ হওয়ার পর ৪-৬ মে ২০১৯ অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের প্রথম দিন অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন রাজা মাহা ভাজিরালংকর্ন।
আরো দেখুন :
Paragraph : Price Hike
Paragraph : Dowry System
সাধারণ জ্ঞান : মুজিব বর্ষ – ২০২২ (১)
সাধারণ জ্ঞান : মুজিব বর্ষ – ২০২২ (২)