সেন্ট্রাল ব্যাংকার হওয়া যাদের স্বপ্ন
বাংলাদেশে জব পাওয়া বর্তমানে একটা সোনার হরিণ পাওয়ার মতনই কঠিন। বিশেষ করে যারা রিসেন্টলি স্নাতক শেষ করে চাকুরির কম্পিটিশনে নাম লেখায় তারা বুঝে উঠতে পারে না, কোথা থেকে শুরু করবে আর কিভাবে শুরু করবে। এজ অ্যা ফ্রেশার আপনি আগে ডিসাইড করুন ব্যাংক না বিসিএস কোনদিকে যাবেন। আপনার এবিলিটি বা মেন্টাল সাটিসফিকশন নিয়ে আজ কথা বলব না। সেন্ট্রাল ব্যাংকার হওয়া যাদের স্বপ্ন বা ব্যাংক জব মার্কেটে যারা একদম নতুন তাদের জন্য সরাসরি আলোচনায় যেতে চাচ্ছি। এজ অ্যা ফ্রেশার বা আপনার ব্যর্থতার দিকগুলো ঘাটাঘাটি না করে আমার মতন একদম শুরু থেকে সবকিছু শুরু করুন। কোথা থেকে শুরু করবেন এবং যেভাবে শুরু করবেনঃ
জেনে রাখুনঃ ব্যাংকের প্রিলিমিনারী পরীক্ষায় প্রায় ২ লাখ প্রার্থীর মধ্য থেকে মাত্র ১০/১৫ হাজার প্রার্থীকে রিটেন পরীক্ষা দেয়ার সুযোগ দেওয়া হয়। দেখা যাচ্ছে শতকরা ৯৫ জন ক্যান্ডিডেট এই ধাপে বাদ যাবে। মাত্র ৫ জন ক্যান্ডিডেট রিটেন দেয়ার সুযোগ পাবে। তাই খুব কম সময়ে দ্রুততার সাথে ৮০-১০০ টি বৃত্ত ভরাট করতে আপনার শরিশ্রমী ও কৌশলী হওয়ার বিকল্প নাই।
এক। টাইম ডিস্ট্রিবিউশনঃ
প্রথমে ভুল করে হলেও ম্যাথ করতে যাবেন না। ম্যাথ বাদে বাকি প্রশ্ন গুলো ২৫-৩০ মিনিটের মধ্যে বৃত্ত ভরাট করে ফেলবেন। বাকি ৩০ মিনিট ১৫-২০ টা ম্যাথ মনোযোগ দিয়ে সলভ করবেন। সব ম্যাথ করতে গেলে সময় কাভার করতে পারবেন না। তাই বাকি ১০ টা ম্যাথ যে কোনো একটা অপশন দাগিয়ে আসবেন (যদি নেগেটিভ মার্ক না থাকে)। নেগেটিভ মার্ক থাকলে তা প্রশ্নে উল্লেখ করা থাকবে।
দুই। এখন আসি বিষয় ভিত্তিক আলোচনায়ঃ
প্রস্তুতির শুরুর ধাপেই ১ টি ব্যাংক জব সলুশন কিনে নিবেন। বিগত বছরগুলোর প্রশ্ন গুলো সলভ করবেন। এতে আপনি ব্যাংক প্রশ্নের ধরন বুঝতে পারবেন এবং এটি আপনার প্রস্তুতির ৫০% কম্পিপ্লিট করে দিবে। আপনি দেখলেই বুঝে যাবেন কি টাইপের প্রশ্ন ব্যাংক এ বেশি আসে। জব সলুশন কেনার ক্ষেত্রে নিচের যেকোনো একটা নিতে পারেন
(i) মোহাম্মদ আরিফুর রহমান
(ii) প্রফেসর
(iii) সাইফুর
(iv) কাবিল মাহমুদ
তিন। প্রথমে বাংলা দিয়ে শুরু করুনঃ
সরকারি ব্যাংক গুলোতে মোটামুটি ২০ টা বাংলা প্রশ্ন থাকে। ভালো প্রিপারেশন থাকলে এভারেজে ১৬/১৭ নম্বর পাওয়া সম্ভব। এজন্য ৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা বাইবেলের মত গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখান থেকে কোনো টপিকস বাদ দেওয়া যাবে না। বাংলায় সবচে বেশি প্রশ্ন থাকবে ব্যাকরণ অংশ থেকে, এক্ষেত্রে MP3 এবং ড. সৌমিত্র শেখর স্যারের বই থেকে নিমোক্ত টপিকস গুলো পড়ে ফেলতে পারেন।
(i) শব্দভান্ডার
(ii) সমাস
(iii) সন্ধি
(iv) কারক-বিভক্তি
(v) উপসর্গ
(vi) সমার্থক শব্দ, বিপরীত শব্দ
(vii) এক কথায় প্রকাশ ও বাগধারা
(viii) বানান ও বাক্য শুদ্ধিকরণ।
নোটসঃ ১ টা বই থেকে পড়লে সব কিছু কমন নাও পেতে পারেন। সুতরাং ৯ম-১০ম এর ব্যাকরণ, MP3, সৌমিত্র শেখর সব গুলো থেকে পড়লে শতভাগ কমন পাবেন।
জেনে রাখুনঃ Arts Faculty প্রশ্ন করলে বাংলা একটু কঠিন হবে আর ম্যাথ একটু সহজ করে এবং Business Faculty প্রশ্ন করলে বাংলা একটু সহজ করে, ম্যাথ একটু কঠিন করে। তাই ফ্যাকাল্টি ধরে পড়লে একটু ভালো করা সহজ হয়।
সাম্প্রতিক সময়ে কিছু ফ্যাকাল্টি প্রশ্ন একটু সহজ করছে, সেইটা মাথায় রেখে যতবেশি সম্ভব বেশি পরিমাণ প্রশ্নের উত্তর করে আসতে হবে অন্যথায় প্রতিযোগিতায় আপনার নাম নাও আসতে পারে। বাংলা সাহিত্য অংশের জন্য Mp3/ প্রফেসর এর বাংলা সাহিত্য অংশটুকু পড়তে পারেন। তবে যাদের কাছে সাহিত্যের বিশাল পড়া মনে রাখা কঠিন, তারা বাংলা সাহিত্যের দিকপাল লেখকদের সাহিত্যকর্ম গুলো অর্থাৎ নিমোক্ত সাহিত্যিকদের কর্ম পড়তে পারেন, আশা করা যায় কিছুটা কমন পাবেন।
১। রবীন্দ্রনাথ ঠাকুর
২। কাজী নজরুল ইসলাম
৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪। মানিক বন্ধপাধ্যায়
৫। বেগম রোকেয়া
৬। জসীম উদদীন
৭। সুফিয়া কামাল
৮। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৯। আআক্তারুজ্জামান ইলিয়াস
১০। ফররুখ আহমেদ
১১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২। মাইকেল মধুসূদন দত্ত
১৩। মীর মশাররফ হোসেন,
১৪। দীনবন্ধু মিত্র
১৫। কায়কোবাদ
চার। ইংরেজিঃ
ব্যাংকের প্রশ্ন মানেই কঠিন কঠিন ইংরেজি আসে বেশিরভাগ এমনটা মনে করেন । বিষয় টা আসলে তেমন কিছু না। একটু বেসিক ক্লিয়ার করে পড়লেই ইংরেজিতে ১৭/১৮ পাওয়া সম্ভব। ব্যাংক সবসময়ই synonym এবং Antonym বেশি বেশি করে পছন্দ করে আর এগুলো বেশি দিয়ে থাকে। তাই এই পার্টে ভালো করতে চাইলে বেশি করে Native word জানতে হবে। সুতরাং synonym এবং Antonym এ ভালো করতে হলে নিমোক্ত বইগুলো জন্য পড়তে পারেন-
1. Barron’s Gre word book,
2. Word smart 1 and 2
3. Saifur student vocabulary
4.Princeton’s high frequency word.
মনে রাখবেন, Word শুধু পড়লেই হবে না, একটু কৌশল অবলম্বন করতে হবে অন্যথায় মনে থাকবে না। ধরুন, Fresco (ফ্রেস্কো) মানে দেয়ালচিত্র, আপনি কোনো দেয়ালের পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন তখন ভাববেন এটা ১ টা fresco. তাহলে এই Word এর অর্থ আর ভুল হবে না। আর গ্রামার (Grammer) অংশে ভালো করতে বিগত সালের প্রশ্নের পাশাপাশি ক্লাস ৭ম-১০ম শ্রেণী পর্যন্ত গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশি বেশি করে অনুশীলন করতে হবে। গ্রামার অনুশীলন করার জন্য নিচের বইগুলো থেকে হেল্প নিতে পারেন।
1. A Passage To The English Language – S M Jakir Hossain
2. English For Competitive Exam
3. Applied English Grammar- P C Das
পাঁচ। সাধারণ জ্ঞানঃ
সাধারণ জ্ঞানে সাধারণত ২০ টা প্রশ্ন থাকে, প্রিপারেশন ভালো থাকলে এখানেও ভালো করা সম্ভব। ব্যাংক সব সময়ই সাম্প্রতিক অংশ থেকে বেশি প্রশ্ন করে থাকে। তাই প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত এবং ভালোভাবে পড়তে হবে। তাছাড়া প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। আপনি প্রতিদিন নিয়ম করেপত্রিকা না পড়লে অন্যদের থেকে মিনিমাম ৫০% পিছিয়ে থাকবেন। ভালো প্রিপারেশনের জন্য বিগত সালের প্রশ্নগুলোর পাশাপাশি নিচের টপিকস গুলো পড়তে পারেন।
১। করোনার তথ্য
২। সভ্যতা
৩। উপনিবেশ
৪। সীমারেখা
৫। গুরুত্বপূর্ণ নগরী
৬। ভাষা
৭। কেন্দ্রীয় ব্যাংক
৮। মুদ্রা
৯। খেলাধুলা (রিসেন্ট অলিম্পিক)
১০। ভৌগোলিক উপনাম
১১। নতুন এবং পুরাতন নাম
১২। বিভিন্ন গোয়েন্দা সংস্থা
১৩। হ্রদ
১৪। বিশ্বের প্রধান প্রধান সমুদ্রবন্দর
১৫। দ্বীপ
১৬। প্রণালী
১৭। নদ-নদী
১৮। জলপ্রপাত
১৯। পর্বত ও মরুভূমি
২০। বিভিন্ন আন্তর্জাতিক ও অর্থনৈতিক সংস্থা ও সংগঠন
২১। পরিবেশ বিষয়ক সংস্থা
২২। দিবস এবং বর্ষ
***রাশিয়া-ইউক্রেন, পদ্মা সেতু এবং সাম্প্রতিক বিশ্বব্যবস্থা গুরুত্বের সাথে পড়বেন।
এছাড়াও সাম্প্রতিক যে বিষয়গুলো নোট করে রাখবেন-
২৩। গুরুত্বপূর্ণ সম্মেলন
২৪। সাম্প্রতিক খেলাধুলা
২৫। গুরুত্বপূর্ণ পুরস্কার (নোবেল, স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার)
২৬। সাম্প্রতিক বিভিন্ন সূচক
২৭। বাজেট
২৮। অর্থনৈতিক সমীক্ষা- ২০২১
রেফারেন্স বুক হিসেবে যেইসব বই পড়তে পারেন-
i. MP3 (বাংলাদেশ এবং আন্তর্জাতিক)
ii. প্রফেসর (বাংলাদেশ এবং আন্তর্জাতিক)
iii. নবম-দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বই।
ছয়। কম্পিউটার জ্ঞানঃ
কম্পিউটারে সাধারণত ১০টা প্রশ্ন থাকে। আগে Mp3 পড়লেই কমন পাওয়া যেত কিন্তু এখন প্রশ্নের প্যাটার্ন কিছুটা পরিবর্তন হয়েছে। এখন বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রশ্ন অনুশীলন করতে হবে। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে অনুশীলন করতে পারেন। নীলক্ষেতে বিভিন্ন লাইব্রেরির দোকানে এসব ওয়েবসাইট ভিত্তিক বই পাওয়া যায়। এগুলো কিনেও অনুশীলন করতে পারেন। এছাড়াও ৯ম-১০ম শ্রেণীর এবং কলেজের ICT বই খুব ভালো করে পড়তে হবে।
সাত। গনিতঃ
ব্যাংক মানেই গনিত আর গণিত মানেই ব্যাংক এই বিষয়টা মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। অনেকেই আছে গনিতে অনেক কম প্রশ্ন উত্তর করেও প্রিলিতে টিকে যায়। তাই ম্যাথ পার্ট দেখেই ভায় পাওয়ার কিছু নাই। ম্যাথে ভালো করার জন্য অনুশীলনের কোন বিকল্প নেই। সাধারণত ২৫ টা ম্যাথ থাকবে। প্রথমেই মনে রাখবেন ২৫ টা ম্যাথ আপনার জন্যে নয়। ১০ থেকে ১২ টা ম্যাথ পারলেও আপনি প্রিলিতে টিকে যেতে পারেন। এজন্য বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে হবে এবং সেইটা বেস ধরেই চ্যাপ্টারগুলো আইডেন্টিফাই করে সেগুলো বেশি বেশি অনুশীলন করতে হবে। বাসায় বসে কম সময়ে দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। কারণ, মনে রাখবেন সময় পেলে ম্যাথ সবাই সলভ করতে পারবে কিন্তু কম সময়ে যারা সলভ করতে পারবে তারাই কিন্তু দিন শেষে সাকসেস হবে। কিছু কিছু ম্যাথের শর্টকাট পদ্ধতি আছে সেগুলো শিখে রাখলে কাজে দিবে। রেফারেন্স বুক হিসেবে নিচের বইগুলো অনুশীলন করতে পারেন-
i. Saifur’s Math & Saifur’s Written Math
ii. Arifur Rahman Written Math
iii. Khairul’s Bank Math
iv. Quantitative Aptitude by RS Agarwal
v. GRE Math (Nova, Manhattan)
vi. IBA, FBS, BIBM question banks
vii. MP3 Math
viii. ৯ম-১০ম শ্রেণীর সাধারণ গনিত এবং উচ্চতর গনিত।
যে কোনো একটা বই থেকে ম্যাথ প্র্যাকটিস করেই আশা করা যাবে না যে ঐ বই থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। বই ভালোভাবে প্র্যাকটিস করলেই কিছু স্কীল তৈরি হবে যার মাধ্যমে আপনি পরীক্ষার হলে ম্যাথ সল্ভ করতে পারবেন। পরিশেষে সবার জন্য শুভকামনা।
একটা কথা মনে রাখবেন, সৎশ্রম কখনো বিফলে যায় না। তাই আপনি যদি অনেক বেশি পরিশ্রম করেন তাহলে মহান স্রস্টা আপনাকে কখনোই খালি হাতে ফিরাবেন না।
মোঃ আলিফ হোসেন
উপ-পরিচালক, বাংলাদেশ ব্যাংক।